Khoborerchokh logo

গাজীপুর সিটি‘র মানবিক মেয়র করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে 216 0

Khoborerchokh logo

গাজীপুর সিটি‘র মানবিক মেয়র করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে

আলমগীর কবীর:
গাজীপুর সিটি কর্পোরেশনের  জননন্দিত মানবিক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোহাম্মদ  জাহাঙ্গীর আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ,সম্প্রতি তার শরীরে করোনার লক্ষণ দেখা দিলে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নমুনা পরীক্ষা দেন। গত বুধবার জানতে পারেন তার নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। 
শুক্রবার জুম্ময়ার নামাজ শেষে গাজীপুর মহানগরসহ জেলার অসংখ্য মসজিদ,মাদ্রাসায় রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে । এদিকে গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেয়র মহোদয়ের রোগমুক্তি কামনায় স্বস্ব অবস্থান থেকে দোয়ার আয়োজন করেন । গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান,গত ২৪ ঘণ্টায় গাজীপুরে তিন জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এ নিয়ে গাজীপুরে করোনায় মোট মারা গেছেন ৪০৯ জন। গত ২৪ ঘণ্টায় ৭৩৫টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে।
গাজীপুরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ৯০৫ এবং করোনা মুক্ত হয়েছেন ১৬ হাজার ৫৪০ জন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com